বৃটিশ বাংলাদেশী বিজনেস ফোরাম ব্যবসায়ীদের সাথে বিজনেস নেট ওয়ারকিং সভা

লুটনের বৃহত্তম ব্যবসায়ী সংগঠন বৃটিশ বাংলাদেশী বিজনেস ফোরাম (BBBF) ব্যবসায়ীদের সাথে বিজনেস নেট ওয়ারকিং সভা গত ১১ নভেম্বর সোমবার লুটনে একটি অভিজাত রেষ্টুরেনেট অনুষ্টিত হয়। সভায় সভাপতিও করেন সংগঠনের চেয়ার ফয়ছল আহমদ,সজ্ঞলনা করেন সাধারন সম্পাদক জনাব খলিলুর রহমান। সভায় বিপুল সংখ্যক ব্যবসায়ীদের উপস্হিতিতে ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা হয়। ব্যবসায়ীদের ঐক্যবদ্ধতার লক্ষ্যে ‘বৃটিশ বাংলাদেশী বিজনেস ফোরাম’যোগউপোযোগী সংগঠন বলে আক্ষ্যায়িত করেন। বক্তব্য রাখেন- সংগঠনের পক্ষে সর্বজনাব মালিক উদ্দিন, অলি খান,সুরুক মিয়া,শামসুল আলম মাখন,মোস্তাফিজুর রহমান চৌধুরী(রুহুল),আবদুর রশিদ বাবুল,নজরুল ইসলাম,ফিরুজুল হক(কোষাদক্ষ),মোহাম্মদ ইসলাম,কয়ছরউদ্দিন মাহমুদ, শাহরিয়ার আহমদ সুমন,সিদ্দিকুর রহমান,মস্তফা মিয়া,সাইদুল ইসলাম খান,আশরাফ আহমদ হেলাল,তানহার আহমদ তুহীন প্রমূখ। ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন- হাজী আবুল হুসেন(টিপটপ লণ্ডি), সাহেদ কয়েস(ভেনু সেন্টার) কসির উদ্দিন(ইয়া হজ্জী ট্রেভেলস),নিজাম চৌধুরী(এ অয়ান ফৌজেন ফোড),হাসান চৌধুরী(সিটি কার,লুটন),জাবের মিয়া(শিপারড এণ্ড কো: সলিসিটর),সেলিম আহমদ(এস এ একাউন্ট),ইকবাল আলম(ওডার টু ইট),বাবুল মিয়া(আর্কিটেকট এন্ড ডিজাইনার),সাইফুল আলম(প্রফেশনাল বিজনেস ম্যান),পিন্স সাদিক চৌধুরী(বিজনেস ম্যান, নর্থামটন) নুরুলহক(আফ টেভেলস),রানবেন শিঙ(কিং ফিশার),বকতিয়ার আহমদ এন্ড পাটনার(পি ডি কিউ মিশিন),জীবন সরকার(কসলা ওয়ান),হাজী আবুল কাসেম(এস এম সি গেরেইজ),কামাল উদ্দিন (ইউরো এসিয়া),মুহিব আলী(এস এম সি ফাস্ট ফিট),সিদ্দিকুর রহমান এন্ড শাহরিয়ার আহমদ সুমন(আবাবিল টেভেলস এন্ড একোমেনডেশন),জাহাঙ্গীর আহমদ(বিস্কুট মানি টেন্সফার),আশরাফ আহমদ হেলাল(সামাদ টেভেলস),শরিফ উদ্দিন(হিট উয়েল লি:),শাহীদুর রহমান চৌধুরী(কে এ গুরুপ),তাজ উদ্দিন(তাজ এক্সপ্রেস),ময়জুল ইসলাম শাহজান(ইসলাম টেভেলস্),ফয়ছল আহমদ(বাংলা ষ্টোর),তানহার আহমদ তুহিন(কফি পট),আব্দুর রকিব(আকাশ টেইকঐ),জাহাঙ্গীর আহমদ(জম জম, লুটন),মুহাম্মদ আশিকুল(জিনাত একোমেনডেশন), সাদিক নাসের(সলিসিটর),এবং অনেক রেষ্টুরেনটের ব্যবসায়ীরা উপস্হিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয় এচিভমেনট এওয়াড এন্ড গালা ডিনার অনুষ্টান আগামী বৎসর জানুয়ারী মাসে অনুষ্টিত করার। সভাশেষে সভাপতি কার্যকরী কমিটি সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভা সমাপ্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *