টোরি দলের আসনে প্রার্থী দেবে না ব্রেক্সিট পার্টি

 

ব্রিটেনের আগামী ১২ ডিসেম্বরের নির্বাচনে ক্ষমতাসীন টোরি দলের আসনে প্রার্থী দেবে না ব্রেক্সিট পার্টি। দলটির প্রধান নাইজেল ফারাজ এই ঘোষণা দিয়েছেন।

 

২০১৭ সালের নির্বাচনে জয় পেয়েছে টোরি দলের এমন ৩১৭ আসনে প্রার্থী দেবে না ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার পক্ষের দল ব্রেক্সিট পার্টি।

 

এর আগে নাইজেল ফারাজ প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর ক্ষুব্ধ হয়ে সব আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দলের মধ্যে এ নিয়ে চাপে পড়েন তিনি। কারণ টোরি দল ব্রেক্সিটপন্থি দল। আর বিরোধী লেবার পার্টি ব্রেক্সিট বিরোধী।

 

ফলে টোরিদের আসনে প্রার্থী দিলে সুফল ভোগ করবে লেবার পার্টি। সেই চিন্তা করেই ব্রেক্সিট পার্টি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। -বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *