নজরুল একাডেমী অব ইউএসএ’র ক্রেষ্ট-সনদপত্র বিতরণ বিজয়ী শিশু কিশোরদের

 

নিউইয়র্ক : জ্যাকসন হাইটস্থ জুইশ সেন্টারে ২৫ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল নজরুল একাডেমী অব ইউএসএ’র একটি ভিন্নধর্মী অনুষ্ঠান। শুধুমাত্র শিশু কিশোর আর নতুন প্রজন্মকে নিবেদন করা এমন একটি অনুষ্ঠান প্রশংসার দাবী রাখে। গত সেপ্টেম্বর মাসে নজরুল একাডেমী আয়োজন করেছিল সারাদিনব্যাপি একটি স্বার্থক নজরুল মেলা’র, সেই মেলা উপলক্ষ্যে শিশু কিশোরদের জন্য অনুষ্ঠিত হয় আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা ও সঙ্গীত প্রতিযোগিতার। সেই সব প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেষ্ট এবং অন্যন্য অংশগ্রহনকারীদের সনদপত্র বিতরণের উদ্দেশ্যেই এই স্বতন্ত্র অনুষ্ঠানটির আয়োজন।

 

 

শুরুতেই হলভর্তি দর্শকদের উদ্দ্যশ্যে নজরুল একাডেমীর সাধারন সম্পাদক কবি ও ছড়াকার শাহ আলম দুলাল অনুষ্ঠানটির পরিচিতি ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির নির্মানে সুঠাম গাঁথুনীর ভিত থাকায় কোন অতিরিক্ত সময় ক্ষেপনের কারণ ছিল না। এতে দর্শকমন্ডলী নিবিষ্ট মনোযোগে অনুষ্ঠানটি উপভোগ করতে পেরেছেন। দুই ভাগে বিভক্ত অনুষ্ঠানটির প্রথম পর্বেছিল ২৫ জন বিজয়ী শিশু কিশোরদের মধ্যে পুরষ্কার (ক্রেষ্ট) বিতরণ এবং উপস্থিত অন্যান্য অংশগ্রহনকারীদের সনদপত্র বিতরণ। পুরো এই পর্বটি পরিচালনা করেন সাধারন সম্পাদক শাহ আলম দুলাল। প্রায় ৪৫ জন প্রতিযোগির মধ্যে পর্যায়ক্রমে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করতে মঞ্চে আসেন মুত্তালিব বিশ্বাস, মহিউদ্দীন ওমর, আলী এ শিকদার, কিউ জামান, সাহিদা আরবি, আজিজুল হক মুন্না, রুমা আলম, আলী সাইয়েদ টিপু, হাফিজা বেগম, রোখশান আরা, মোহাম্মদ নজরুল ইসলাম ও রাগীব আহসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *