সিলেটে সন্ধানীর উদ্যোগে ‘স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস’ পালিত

‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস’ পালন করে সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট।

 

স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানকে উৎকর্ষিত করতে শনিবার সকাল ১১টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ প্রাঙ্গনে র‌্যালি অনুষ্ঠিত হয়।

 

র‌্যালিতে উপস্থিত ছিলেন- কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ডা. মঈনুল হক, ডা. শাহাবুদ্দিন, ডা. মিমিসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ।

 

সন্ধানী সিওমেক ইউনিটের পক্ষ উপস্থিত ছিলেন- উপদেষ্টা ডা.  হাবিবউল্লাহ্ সেলিম, ডা. জাবেদ মিনহাজ ছিদ্দিকী, ডা. মোশফিকুর রহমান পিন্টু, ডা. শাহজান আলী, সভাপতি লুৎফর রাহমান মিলন, সাধারণ সম্পাদক আল-আমিন, সহ-সাধারণ সম্পাদক আফরিন জাহান আইয়ূব, সাংগঠনিক সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ, অর্থ সম্পাদক রূপা বড়ুয়া, রোগী কল্যাণ সম্পাদক তাজকির জামান, ছাত্রকল্যাণ সম্পাদক রাজিয়া সুলতানা রিনি সহ সংগঠনের বিভিন্ন বর্ষের কর্মীবৃন্দ।

 

এছাড়াও সন্ধানী সিওমেক ইউনিটের উদ্যোগে ২৭শে অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত ৭ দিনব্যাপী নানা সেবামূলক কার্যক্রমের মাধ্যমে একটি প্রচারসপ্তাহ পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *