সিলেটে বেড়েই চলেছে পেঁয়াজের দাম

 

 

কিছুদিন আগেও পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ৮০ টাকা। মাত্র কয়েক দিনের ব্যবধানে সেই পেঁয়াজ কেজিতে বেড়েছে ৪০ টাকা। এখনো বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

 

বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বারখানা, সুবিদবাজার, মদিনা মার্কেট, কালীঘাটসহ বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা যায়, শহরের খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১২০ থেকে ১৩০ টাকা আর গ্রামের বাজারগুলোতে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

 

কিন্তু সিলেট নগরীর পেঁয়াজের বড় পাইকারি বাজার কালীঘাটে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা। পাইকারিবাজারের তুলনায় খুচরায় পেঁয়াজের দামের অনেক বেশি।

 

ক্রেতা মাহদী বলেন, আড়তগুলোতে পেঁয়াজের ব্যাপক সরবরাহ। দেশি পেঁয়াজেরও বাজারে সরবরাহ ভালো। কিন্তু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়েছে।

 

ব্যবসায়ী আরব আলী বলেন, বর্তমানে পাইকারি বাজারে পেঁয়াজের যে দাম তা থেকে খুব একটা কমার সম্ভাবনা নেই। তবে পেঁয়াজের দর আরো বাড়বে। আমরাতো বেশি দামে কিনে এনে লস দিয়ে বিক্রয় করতে পারবো না। যারা বেশি দামে বিক্রি করে তাদেকে ধরতে পারেন না। সাধারণ ব্যবসায়ীদেরকে জরিমানা করা হয়।

 

এ ব্যপারে সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেন নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *