নিউজিল্যান্ডেও জিততে পারি, নিজের চোখে দেখলাম

অনলাইন ডেস্ক:

নিউজিল্যান্ডের কন্ডিশনে গিয়ে উপমহাদেশের দলগুলো রীতিমতো খাবি খায়। বাংলাদেশ দলও এর ব্যতিক্রম নয়। তবুও ওয়ানডে সিরিজ জয়ের আশা নিয়ে নিউজিল্যান্ড সফরে যায় নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু প্রথম দুটি ওয়ানডে হেরে এবারও সিরিজ হাতছাড়া করেছে সফরকারীরা।

সিরিজ ২-১ ব্যবধানে হারলেও শেষ ওয়ানডেতে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। যা হয়তো সিরিজ হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছে। নেপিয়ারের ম্যাকলিন পার্কে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে অতিথিরা। তাতে কিউইদের মাঠে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ জেতা হলো বাংলাদেশ দলের।

শেষ ওয়ানডের এই জয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা জোগাবে, এটাই স্বাভাবিক। তবে অধিনায়ক শান্ত তেমনটি মনে করছেন না। তাঁর মতে, মোটিভেশন দিয়ে বেশি কিছু সম্ভব নয়। মাঠে ভালো খেলতে হবে দলকে।

শেষ ওয়ানডে জেতার পর সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘মোটিভেশন দিয়ে খুব বেশি ম্যাচ জেতা সম্ভব না। আমরা কত ভালো প্রস্তুতি নিচ্ছি, জিততে চাই কি না, এটাই গুরুত্বপূর্ণ। ২ দিন সুযোগ পাব, ভালো প্রস্তুতি নেওয়ার। টি-টোয়েন্টি সংস্করণে যে ভালো খেলবে সে-ই জিতবে। বড় দল ছোট দল ব্যাপার না।’

নিউজিল্যান্ডের মাঠে গত বছর মাউন্ট মঙ্গানুইয়ে প্রথমবারের মতো টেস্ট জিতেছিল বাংলাদেশ দল। এবারের আগে কখনো জেতা হয়নি ওয়ানডে। শান্তর নেতৃত্বে সেই খরা আজ ঘুচল তাদের। বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘খুব বেশি মোটিভেশনের দরকার নাই। এই জয়ে আত্মবিশ্বাসী বা অতি আত্মবিশ্বাসী হওয়ার দরকার নাই। এই ম্যাচ সহায়তা করবে, আমরা এখানে এসেও জিততে পারি, কারণ আমরা বিশ্বাসটা নিজের চোখে দেখলাম। যদি এই বিশ্বাসটা নিয়ে টি-টোয়েন্টিতে যাই, প্রস্তুতি নিই, পরিকল্পনা করি, তাহলে এখান থেকেও জেতা সম্ভব।’

শান্তর কাছে দলের সামর্থ্যে বিশ্বাস আর প্রস্তুতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর মতে, এই দলের ক্ষুধা আছে এখানে সিরিজ জয়ের। এই বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘খেলা শুরুর আগে আমাদের কাজ কী? প্রস্তুতি, কতটা সৎ, আর কতটা বিশ্বাস করছি। আমার বিশ্বাস এই দল আরও ভালো জায়গায় যেতে পারে। ফলাফল নিয়ে বেশি চিন্তা না করে কত ভালো প্রস্তুতি নিতে পারি। আদৌ বিশ্বাস করি কি না জিততে পারি। এই দল দেখে আমার সব সময় মনে হয়েছে সামর্থ্য আছে, ক্ষুধা আছে এখানে এসে ম্যাচ-সিরিজ জেতার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *