আমিরাতের সঙ্গে ইসরায়েলের অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে ইসরায়েল।

 

মঙ্গলবার এই দু’দেশের মধ্যে এ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়।

 

২০২০ সালে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের পর ইসরায়েলের সঙ্গে প্রথম কোনো আরব দেশ হিসেবে ইউএই এই চুক্তিতে স্বাক্ষর করলো।

 

সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের রাষ্ট্রদূত আমির হায়েক আরবিতে ‘মোবারক’ বা অভিনন্দন লিখে টুইট করেছেন।

 

পাশাপাশি একটি ছবিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আমিরাত ও ইসরায়েলের কর্মকর্তাদের চুক্তির নথি প্রদর্শন করতে দেখা যায়।

 

ইসরায়েলি মন্ত্রণালয় জানায়, চুক্তি স্বাক্ষরের ফলে খাদ্য, কৃষি, প্রসাধনী, চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধসহ ৯৬ শতাংশ পণ্যের ওপর শুল্ক বাতিল করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *