নিষেধাজ্ঞা তুলে নিলে খাদ্য রপ্তানি করবে রাশিয়া: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে সার ও খাদ্য রপ্তানির ব্যাপারে মস্কোর পক্ষের প্রস্তুত থাকার কথা নিশ্চিত করেছেন। সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের সাথে ফোনালাপের সময় তিনি এ মন্তব্য করেন। ক্রেমলিনের প্রেস সার্ভিস একথা জানায়।

 

বার্তা সংস্থা তাস’র এক প্রতিবেদনে বলা হয়, ক্রেমলিন বলেছে, ‘পশ্চিমা বিশ্বের অপরিণাদর্শী আর্থিক ও অর্থনৈতিক নীতির ফলে সৃষ্ট আন্তর্জাতিক খাদ্য বাজারের সমস্যার আলোকে মস্কো নিশ্চিত করেছে যে রাশিয়া বিরোধী সংশ্লিষ্ট বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে মস্কো উল্লেখযোগ্য পরিমাণ সার ও কৃষিপণ্য রপ্তানি করতে পারে।’

 

এদিকে, কৃষ্ণ সাগর ও আজভ সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা প্রদান এবং তাদের জনসীমায় মাইনের হুমকি দূর করার ওপর গুরুত্ব দিয়ে উইক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন পুতিন ও এরদোয়ান।

 

ভ্লাদিমির পুতিন তুর্কি অংশীদারদের সাথে সমন্বয় করে সমুদ্র পথে চলাচল করা পণ্য নিরবচ্ছিন্নভাবে সরবরাহের ব্যবস্থা করতে রাশিয়ার পক্ষের প্রস্তুত থাকার কথা উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *