পুতিন বাস্তবতা থেকে বিচ্ছিন্ন: টনি ব্লেয়ার

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ক্ষেত্রে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। রবিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

 

পুতিনের মানসিক অবস্থা সম্পর্কে উপস্থাপকের প্রশ্নের জবাবে টনি ব্লেয়ার বলেন, আমি প্রথম যে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম তিনি ছিলেন পশ্চিমামূখী, পশ্চিমাদের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপনে উদগ্রিব। আমার মনে হয় এরপর তিনি সংস্কার নিয়ে প্রতিবন্ধকতার মুখে পড়েন এবং রাশিয়ায় পরিবর্তন ছিল অনেক বড়। তখন তিনি ক্ষমতা কুক্ষিগত করতে আরও বেশি স্বৈরাচারি পদ্ধতিতে শাসনের সিদ্ধান্ত এবং একজন রুশ জাতীয়তাবাদীতে পরিণত হন।

 

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, পুতিনের দ্বিতীয়বার ক্ষমতায় আরোহন ছিল শীতল ও হিসাব করা। কিন্তু এখনও তার মতে একেবারে বুদ্ধিমান।

 

ব্লেয়ার আরও বলেন, আমার মনে হয় সবাই যে দুশ্চিন্তায় রয়েছে তা হলো পুতিন বাস্তবতা থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং তার চারপাশে থাকা মানুষেরা তাকে সত্য বলছেন না। এই কারণে এটি বড় ধরনের ভুল হিসাব। আমি বলতে চাইছি এই আক্রমণের দুষ্টতা ব্যতিরেকে কৌশলগভাবে ভুল হিসাবের কথা।

 

সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, যারা ইউক্রেন সম্পর্কে অবগত তারা জানেন যে রাশিয়ার বশ্যতা স্বীকার করার কোনও প্রশ্ন নেই ইউক্রেনীয়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *