নিউইয়র্কের জ্যামাইকায় পরিত্যক্ত বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড

নিউজ ডেস্কঃ নিউইয়র্কের জ্যামাইকায় একটি পরিত্যক্ত বাড়িতে আগুন লেগে বাড়িটি পুরোপুরি পুড়ে গেছে। তবে বাড়িটি পরিত্যক্ত হওয়ায় মানুষের শারিরীক কোন ক্ষতি হয়নি। জ্যামাইকার ১৭২ স্ট্রীট সংলগ্ন এ বাড়িটি পরিত্যক্ত হওয়ায় মানুষের শারিরীক কোন ক্ষতি হয়নি। ফায়ার ব্রিগেডের প্রায় অর্ধশত ইউনিট টানা এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ারব্রিগেডের একজন অফিসার জানান, সোমবার আনুমানিক পৌণে ১১টায় এই পরিত্যক্ত বাড়িটিতে আগুন লাগে। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তারা এখানে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। তবে সোমবার রাতে শৈত্য প্রবাহে থাকায় আগুন নিয়ন্ত্রেণে নিয়ে আসা বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। প্রায় ১ঘন্টারও কিছু বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছেন এই কর্মকর্তা। তিনি বলেন, আগুন যেন পাশের অন্য কোন বাড়ি বা অ্যাপার্টম্যান্টে না লাগে সেজন্য তারা ক্রমাগত চেষ্টা করে গেছেন এবং তারা সফল হয়েছেন।

ফায়ারব্রিগেডের কর্মকর্তারা বলেন, যেহেতু বাড়িটি পরিত্যক্ত ছিল সেহেতু মানুষের কোন ক্ষতি হয়নি, কারণ সেখানে কেউ ছিলনা।

ফায়ারব্রিগেডের অফিসাররা বলেন, কিভাবে বাড়িটিতে আগুন লেগেছে তা তারা তদন্ত করে দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *