এবার রাশিয়াকে যুক্তরাজ্যের হুঁশিয়ারি 

নিউজ ডেস্কঃ ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে এবার হুঁশিয়ার বার্তা দিল যুক্তরাজ্য। বৃহস্পতিবার যুক্তরাজ্য মস্কোকে সতর্ক করে বলে, ইউক্রেন আক্রমণ করলে রাশিয়ার অর্থনৈতিক  খাতকে লক্ষ্য করে উচ্চ-প্রভাবিত নিষেধাজ্ঞার বিষয়ে পশ্চিমা পার্টনারদের সঙ্গে কাজ করছে দেশটি।

যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব  লিজ ট্রাস পার্লামেন্টে বলেন, রাশিয়া তার গণতান্ত্রিক প্রতিবেশীকে ধ্বংস করার জন্য যে অভিযান চালাচ্ছে তা আমরা মেনে নেব না।

তিনি আরো বলেন, রাশিয়া এখানে আগ্রাসী, ন্যাটো সবসময়ই একটি প্রতিরক্ষামূলক জোট।

ট্রাস বলেন, ইউক্রেনে ভবিষ্যতে রাশিয়া যেকোন সামরিক আক্রমণ চালালে এর ‘ভয়াবহ পরিণতি’ হবে। যুক্তরাজ্য রাশিয়ার অর্থনৈতিক খাত এবং ব্যক্তিদের লক্ষ করে উচ্চ প্রভাব সম্পন্ন পদক্ষেপ নিতে নিষেধাজ্ঞার ব্যাপারে আমাদের পার্টনারদের সঙ্গে কাজ করছে।

গতবছর মার্কিন গণমাধ্যমগুলো আশঙ্কা করে, প্রায় পৌনে দুই লাখ সেনা নিয়ে ইউক্রেনে আক্রমণ চালাতে পারেন পুতিন। ইতোমধ্যেই প্রায় এক লাখ সেনা সীমান্তে জড়ো হয়েছে।  গণমাধ্যমগুলো সেসময় জানায়, চলতি বছরের জানুয়ারির শেষ নাগাদ আক্রমণ চালানোর পূর্ণ প্রস্তুতিতে পৌঁছে যাবে রাশিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *