বিশ্বজুড়ে একদিনে করোনা শনাক্তের সংখ্যা ২২ লাখ ছাড়ালো

নিউজ ডেস্কঃ মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ফের দ্রুত বাড়ছে। বিশ্বের কিছু দেশে সংক্রমণের মাত্রা বাড়ায় শনাক্তের সংখ্যাও বাড়ছে দ্রুত। বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২২ লাখ ৭৭ হাজার ৮৯৩ জন।

করোনা আক্রান্ত হয়ে এ সময়ে মারা গেছেন ৪ হাজার ৯৬৭ জন। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সবশেষ তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ কোটি ২৮ লাখ ৬৭ হাজার ৪১৩ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৬৫ হাজার ৫৮৯ জনে।

ওয়ার্ল্ডোমিটারসের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৭০ লাখ ৪৮ হাজার ৭৯৪ জন। মারা গেছেন আট লাখ ৪৮ হাজার ৮০৪ জন। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে দেশটি।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার ৭৬৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৮১ হাজার ৮৯৩ জন।

আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এ পর্যন্ত আক্রান্ত ২ কোটি ২৩ লাখ ৫ হাজার ৭৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ১৯ হাজার ২৪৫ জন।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, জার্মানি, স্পেন, ইরান ও ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩২ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জন। মারা গেছেন ২৮ হাজার ৮১ জন। দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন মোট ১৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *