নতুন বছরের প্রথম মাসেই দুই প্রযুক্তি মেলা

নিউজ ডেস্কঃ কোভিড-১৯ মহামারির তাণ্ডবের মধ্যেই শেষ হলো ইংরেজি বর্ষপঞ্জির আরেকটি বছর ২০২১। এরই মধ্যে ওমিক্রনের চোখ রাঙানিতে শুরু হলো ২০২২ সাল। তবে এখন পর্যন্ত অপেক্ষাকৃত ঝুঁকিমুক্ত অবস্থায় বাংলাদেশ। তারপরও রয়েছে শঙ্কা। তবে সতর্কতার সঙ্গে প্রযুক্তি খাতকে চাঙা রাখতে বছরের শুরুতেই আগের মতো মেলার আয়োজন করছে খাতসংশ্লিষ্টরা। সদ্য শুরু হওয়া জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দুটি প্রযুক্তি মেলা।

জানুয়ারির ৬ তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আবার বসছে স্মার্টফোন ও ট্যাব মেলা। দুই বছর বিরতির পর তিন দিন স্থায়ী হবে এবারের আসরটি। মেকারের আয়োজনে এবারের মেলায় থাকছে ৫জি এক্সপিরিয়েন্স জোন।

এদিকে এ মাসেরই ১৫ তারিখে একই ভেন্যুতে হতে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ মেলা। ব্যতিক্রমী আয়োজনে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। মেলায় সবচেয়ে বড় চমক থাকবে ইন্টারনেট অব থিংকস এবং চতুর্থ শিল্পবিপ্লবের ইন্টারনেটভিত্তিক ডিজিটাল সেবার জন্য বাংলাদেশের প্রস্তুতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *