টেসলার চলমান গাড়িতে গেম খেলা বন্ধ

নিউজ ডেস্কঃ বিদ্যুৎচালিত গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা তাদের ‘প্যাসেঞ্জার প্লে’ ফিচারে পরিবর্তন আনতে যাচ্ছে। ওই ফিচারটিতে গাড়ি চলমান থাকা অবস্থায় টাচস্ক্রিনে গেম খেলার সুযোগ পেতেন আরোহী। সম্প্র্রতি টেসলা’র বিদ্যুৎচালিত গাড়ির ওই ফিচারটি নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেইফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ)।’

সংস্থাটি এখন বলছে, একটি সফটওয়্যার আপডেট দিয়েই গাড়ি চলমান থাকা অবস্থায় ফিচারটির ব্যবহার বন্ধ করা সম্ভব বলে তাদের জানিয়েছে টেসলা। ফিচারটি চালকদের জন্য বিপজ্জনক-ইলন মাস্কের মালিকানাধীন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এমন সমালোচনা আগে থেকেই আছে বলে জানিয়েছে বিবিসি।

অন্যদিকে, নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এনএইচটিএসএ তদন্তে নামছে এ খবর প্রকাশের পর সংস্থাটির সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে টেসলা। মার্কিন দৈনিকটিকে এনএইচটিএসএ বলেছে, ‘গাড়ি চলমান অবস্থায় থাকলে প্যাসেঞ্জার প্লে এখন থেকে লকড থাকবে।’

এ প্রসঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি টেসলা। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে তদন্তের ঘোষণা দিয়ে এনএইচটিএসএ বলেছিল, প্যাসেঞ্জার প্লে ‘চালককে বিভ্রান্ত করতে পারে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।’ গাড়ির টাচস্ক্রিনে গেম খেলার ফিচারটি চালকের জন্য ছিল না এবং গেমার যে চালক নন, সেটিও নিশ্চিত করতে বলত ফিচারটি। কিন্তু ফিচারটির ব্যবহার থেকে একজন চালককে বিরত রাখার কোনো উপায়ও ছিল না ফিচারটিতে। প্রাথমিক অবস্থাতে কেবল গাড়ি থেমে থাকা অবস্থাতেই টাচস্ক্রিনে গেম খেলার সুযোগটি ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *