বিশ্বের প্রথম এসএমএস বিক্রি হলো কোটি টাকায়

নিউজ ডেস্কঃ ‘শর্ট ম্যাসেজ সার্ভিস’ সংক্ষিপ্ত আকারে যাকে আমরা বলি এসএমএস। যা ইতিহাসে প্রথমবারের মতো পাঠানো হয়েছিলো ১৯৯২ সালের ৩ ডিসেম্বর। সেই এসএমএস-টিই কিনা নিলামে কোটি টাকায় বিক্রি হলো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ২৯ বছর আগে পাঠানো সেই এসএমএসটি ভোডাফোনের ব্যবস্থাপক রিচার্ড জারভিসকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন প্রকৌশলী ২২ বছরের নিল প্যাপওয়ার্থ। ১৫ অক্ষরের সেই এসএমএসে লেখা ছিলো- ‘মেরি ক্রিসমাস’।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) ১ লাখ ২১ হাজার মার্কিন ডলারে ( বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা) ‘নন-ফাঞ্জিবল টোকেন’ বা এনএফটি হিসেবে বিক্রি হয়েছে সেই এসএমএস। প্যারিসের একটি নিলামকারী প্রতিষ্ঠান এ নিলামের আয়োজন করে। যুক্তরাজ্যের টেলিকম প্রতিষ্ঠান ভোডাফোন এই নিলাম ডাকে।

নেট দুনিয়ায় এখন এনএফটি নিয়ে ব্যাপক শোরগোল চলছে। বিনিময়যোগ্য ভার্চ্যুয়াল উপাদানগুলোকে এনএফটি বা নন-ফাঞ্জিবল টোকেন বলা হয়। এটি অনেকটা বিটকয়েনের মতোই। কেবল পার্থক্য হলো, প্রতিটি এনএফটি অনন্য। সে কারণেই এমন চড়া দামে বিক্রি হয়। ২০১৭ সাল থেকে ডিজিটাল সম্পত্তি হিসেবে এনএফটি কেনাকাটা করছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *