ডেস্কটপ লাইভস্ট্রিমিং অ্যাপের পরীক্ষা চালাচ্ছে টিকটক

নিউজ ডেস্কঃ ডেস্কটপ থেকে লাইভস্ট্রিমিং করার সুবিধা আনতে যাচ্ছে টিকটক। টিকটক লাইভ স্টুডিও নামের একটি উইন্ডোজ অ্যাপের মাধ্যমে সেবাটির পরীক্ষা চালানো হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কম্পিউটার থেকে টিকটক প্ল্যাটফর্মে ব্রডকাস্ট করতে পারবেন।

এই সফটওয়্যারের মাধ্যমে সরাসরি স্ট্রিমিং করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হবে গেম লাইভস্ট্রিমিংয়ে, যাকে টুইচের মতো প্ল্যাটফর্মের সাথে প্রতিযোগিতা করতে হবে। গেম স্ট্রিমিংয়ে টুইচ ইতিমধ্যেই বিশ্বব্যাপী অভাবনীয় সাড়া ফেলেছে।

শুধু ডেস্কটপ কম্পিউটার নয়, লাইভ স্টুডিও ব্যবহারকারীরা তাদের ফোন ও গেমিং কনসোল থেকেও কনটেন্ট লাইভ করতে পারবেন। একেবারেই প্রাথমিক পর্যায়ে থাকা এই সফটওয়্যারে ক্রিয়েটররা উপহার, মন্তব্য এবং কীওয়ার্ড ফিল্টারিংয়ের মতো সুবিধা পাবেন।

তবে ব্যবহারকারীরা তাদের ব্রাউজার উইন্ডোজকে স্ট্রিমিংয়ের সোর্স হিসেবে ব্যবহার করতে পারবেন না যা অন্যান্য লাইভস্ট্রিমিং সফটওয়্যার যেমন ওবিএস বা স্ট্রিমল্যাবসে পারা যায়। বর্তমানে কয়েক হাজার ব্যবহারকারী সফটওয়্যারটির অ্যাক্সেস পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *