অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার শপথ

নিউজ ডেস্কঃ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গত বৃহস্পতিবার সিলেটে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শহীদ বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা সাম্প্রদায়িক অপশক্তিকে উৎখাত, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিসহ সকল ‘আন্তর্জাতিক ষড়যন্ত্র’ রুখে দেয়ার দাবি জানিয়ে অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার শপথ নিয়েছেন। ভোরের সূর্য ওঠার আগেই ফুল, মাথায় বিজয় দিবস লেখা ব্যাল্ট, জাতীয় পতাকা নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছিল জনতার ঢল। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের উদ্যোগে বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে বীর শহীদদের। এছাড়া, দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

জেলা প্রশাসন॥ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার শপথ নেন সিলেটবাসী। লাল সবুজের পতাকা হাতে প্রধানমন্ত্রীর সাথে শপথ বাক্য পাঠ করেন সিলেটের প্রায় ২০ হাজার মানুষ। এসময় স্টেডিয়াম এলাকায় বিজয়ের আনন্দে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীনিবিদ, পেশাজীবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেন।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথবাক্য পাঠ করানোর সময় সিলেট স্টেডিয়াপাড়া হয়ে উঠে লোকে লোকারণ্য। ভেতরে হাজার হাজার মানুষের কণ্ঠে জয়বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান ও হাতে লাল সবুজের পতাকা এক আবেগময় মুহুর্তের অবতারণা করে।
‘বিজয়ের পঞ্চাশে, আমরা মাতি উল্লাসে’-এমন শ্লোগানে পতাকা হাতে স্টেডিয়ামে বিকাল ৩টা থেকেই অবস্থান নেন পুলিশ, র‌্যাব, এপিবিএন, কারা পুলিশ, আনসার, আমর্ড পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনীর সদস্য। এছাড়া একই সময়ে উপস্থিত হন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়, এইডেড হাই স্কুলসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক, নার্স, মাদ্রাসা শিক্ষার্থী, ইমাম, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশার সাথে জড়িত লোকজন। শপথে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, সর্বস্তরের ছাত্রজনতার পাশাপাশি প্রশাসনের কর্মকর্তারা।
সিলেট মহানগর আওয়ামীলীগ ॥ বিজয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সুলেমান হলে মহানগর আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের পরিচালনায় আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সানাওর, যুগ্ম সাধারণ সম্পাদক এটি.এম হাসান জেবুল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বেলাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, কার্যনির্বাহী সদস্য আব্দুল আহাদ চৌধুরী মিরন, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, সুদীপ দেব, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল, ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ মোঃ নাঈম আহমেদ, ১০নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সুরুজ আলম। পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মোঃ আব্দুল আজিম জুনেল এবং গীতা পাঠ করেন উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, নুরুল ইসলাম পুতুল, এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট গোলাম সোবহান চৌধুরী, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ হোসেন রবিন,সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, ডাঃ আরমান আহমদ শিপলু, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কোষাধ্যক্ষ লায়েক আহমেদ চৌধুরী।
মহানগর আওয়ামী লীগের সদস্যবৃন্দের মধ্যে আজম খান, আব্দুল আহাদ চৌধুরী মিরন, মোঃ আব্দুল আজিম জুনেল, নুরুন নেছা হেনা, রাহাত তরফদার, এমরুল হাসান, সাব্বির খান, সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন, তাহমিন আহমেদ, রোকসানা পারভীন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, তৌফিক বক্স লিপন, জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, রকিবুল ইসলাম ঝলক, ইলিয়াছ আহমেদ জুয়েল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মানিত জাতীয় পরিষদ সদস্য এডভোকেট রাজ উদ্দিন, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুল মালিক সুজন, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র দাস তালুকদার, কানাই দত্ত, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব বাবলু প্রমুখ।
সিলেট জেলা আওয়ামীলীগ ॥ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করছে সিলেট জেলা আওয়ামীলীগ। গত বৃহস্পতিবার মকালে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খানের নেতৃত্বে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট শাহ মোঃ মোসাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, এডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মবশ্বির আলী, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ হীরা, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মো: নিজাম উদ্দিন, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, সৈয়দ মিসবাহ উদ্দিন, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, এম কে শাফি চৌধুরী এলিম, আমাতোজ জোহরা রওশন জেবিন, এডভোকেট আফসর আহমদ, এডভোকেট ফখরুল ইসলাম, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু, জাহাঙ্গীর আলম, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, গোলাপ মিয়া, ডাঃ নাজরা আহমদ চৌধুরী, সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজুল হক এজাজ, সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, সিলেট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুজন দেব নাথ প্রমুখ।
সিসিক ॥ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিবর্ষ উদযাপনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানো হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। শ্রদ্ধা জানানো হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। এ উপলক্ষে সকালে নগর ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নগন ভবন চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কাউন্সিলর কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সিসিক মেয়রের নেতৃত্বে নগর চত্বর থেকে বিজয় র‌্যালী পৌঁছায় চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে জাতির শ্রেষ্ট সন্তার শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর আজম খান, কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর রাশেদ তালুকদার, কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, সংরক্ষিত কাউন্সিলর নাজনীন আক্তার কনা, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দ রায়, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যান কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, লাইসেন্স কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।
এদিকে, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষে মহান বিজয় দিবসের শপথ অনুষ্ঠান সফলের জন্য সিলেট জেলা স্টেডিয়াম সহ পুরো নগরী পরিচ্ছন্নতা, স্টেডিয়ামে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানে চিকিৎসক প্রদান, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে অনুমোদিত বিশেষ নকশার ৮০০০ হাজার মাস্ক প্রদান করা হয়। দেশ ব্যাপি এক যোগে প্রধানমন্ত্রী কতৃক শপথ অনুষ্ঠানটি সিসিকের ডিজিটাল ডিসপ্লেতে সরাসরি সম্প্রচার করা হয়। সন্ধ্যা ৬ টায় নগর ভবন প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর বিএনপি ॥ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার মহানগর বিএনপির ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয় থেকে এক র‌্যালী বের হয়। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করে।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা: শাখাওয়াত হাসান জীবন, মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহিন, ইমদাদ হুসেন চৌধুরী, নজিবুর রহমান নজিব, সৈয়দ মইনুদ্দিন সোহেল, মহানগর বিএনপির সদস্য জিয়াউল হক জিয়া, আমির হোসেন, আতিকুর রহমান সাবু, হুমায়ুন আহমদ মাসুক, মুর্শেদ আহমদ মুকুল, মতিউল বারী খুর্শেদ ও আবুল কালাম। বিএনপির নেতৃবৃন্দের মধ্যে সুলেমান হোসেন, আশরাফ আলী, মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুছ মিয়া, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজি, মহানগর ছাত্রদলের সহ সভাপতি তানভীর আহমদ চৌধুরী প্রমুখ।
শাহজালাল বিশ্ববিদ্যালয় ॥ শাবি প্রতিনিধি জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিনটি উদযাপনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় প্রশাসনিক ভবন-২ এর সামনে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জাতীয় পতাকা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এসময় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, বিভিন্ন অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, দপ্তর প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পুষ্পস্তবক অর্পণের পর শাবি শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, শিক্ষকদের বিভিন্ন সংগঠন, শাবি প্রেসক্লাব, ছাত্রলীগ, বিভিন্ন বিভাগ, আবাসিক হল, ছাত্রসংগঠন এবং স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা।
এদিকে, সকাল ১০টায় প্রশাসনিক ভবন-২ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সম্মিলিত ভাবে বিজয় শোভাযাত্রায় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ॥ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবস উদযাপনের কার্যক্রম শুরু হয়। পরে সকাল সাড়ে ৯টায় বিজয় র‌্যালি করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বিশ্ববিদ্যালয়ের নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. আহমদ আল কবির, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও পরিচালক (অর্থ ও হিসাব) মো. নঈমুল হক চৌধুরী, সহকারী পরিচালক (হিসাব) আব্দুস সবুর, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিলাল আহমদ চৌধুরী, সহকারী রেজিস্ট্রার অঞ্জন দেবনাথ, সহকারী পরিচালক (বাজেট) শমশের রাসেল, সহকারী পরিচালক (পরিকল্পনা) গোলাম সারোয়ার, সহকারী কলেজ পরিদর্শক মাইদুল ইসলাম চৌধুরীসহ কর্মকর্তা-কর্মচারীগণ।
ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল ॥ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে বিজয়ের ৫০ বছরপূর্তি উদযাপন করা হয়েছে। সকালে ওসমানী মেডিকেল কলেজের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কার্যক্রম।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার, উপ পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মাহবুব উল আলম, সহকারী পরিচালক ডা. আবুল কালাম, বিএনএ ওসমানী হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এদিকে, বিকেলে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ওসমানী হাসপাতাল শাখা সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের নেতৃত্বে হাসপাতাল থেকে বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সিলেট জেলা স্টেডিয়ামে গিয়ে শপথ অনুষ্ঠানে যোগ দেয়। শোভাযাত্রায় নার্সিং কর্মকর্তাদের অনুরোধে অংশ নেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
সিলেট জেলা পুলিশ ॥ মহান বিজয় দিবসে সিলেট জেলার পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পুলিশ লাইন্সের মিলনায়তন হলে তাদেরকে এ সংবর্ধনা দেয়া হয়। সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএ ‘র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ এর ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
সহকারি পুলিশ সুপার (এসএএফ) শেখ মুত্তাজুল ইসলাম এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান, গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন, ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ৩২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয় এবং ১১ জন মৃত পুলিশ বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয় যার মধ্যে ৩ জন শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য হিসবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কন্ঠ মিলিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক দেশ গড়ার শপথ নেন তারা।
সিলেট মহানগর জাতীয়পার্টি ॥ মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সিলেট মহানগর জাতীয় পার্টি ও জাতীয় ছাত্র সমাজ মহানগরের উদ্যোগে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার নয়াসড়ক পয়েন্ট থেকে শুরু হয়ে র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। র‌্যালী শেষে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।
র‌্যালী ও শ্রদ্ধাঞ্জলীতে মহানগর জাতীয়পার্টি সাবেক সহ-সভাপতি মৌলভী আবুল কালাম দুলাল ও জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগর জাতীয় ছাত্রসমাজের আহবায়ক আফজল হোসেন মান্নার নেতৃত্বে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ সিলেট মহানগরের যুগ্ম আহ্বায়ক মোমিনুল হক রাজা, স্বপন আহমেদ, ইশরাক মাহমুদ রাহাত, জাতীয় ছাত্র সমাজ সিলেট মহানগরের সদস্য ফাহিম আহমদ, রাসেল চৌধুরি, রাহেল চৌধুরী, যুবের খান, তোফায়েল আহমদ, দুর্জয় হোসাইন, শাহিন আহমদ প্রমুখ।
বাসদ সিলেট জেলা ॥ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে এক র‌্যালী বের হয়। র‌্যালীতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, চালক সংগ্রাম পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে চৌহাট্টা পয়েন্টে সমাবেশে মিলিত হয়। বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে চৌহাট্টা পয়েন্টে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সবুজ হোসেন, মনজুর আহমদ, মাসুমা রুমা, রফিকুল ইসলাম,সাগর আহমদ, মামুন বেপারি, দেলোয়ার হোসেন, কাওসার আহমেদ, দানেশ আহমদ, জমির আহমদ, তাজুল ইসলাম, রিয়াদ আহমদ,কোরবান আলী, সনজয় শর্মা প্রমুখ।
সিলেট জেলা শ্রমিক লীগ ॥ বিজয়ের ৫০তম বার্ষিকী ও বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা শ্রমিক লীগ ভোরে অস্থায়ী কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া, সকাল ন’টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্থবক অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক, সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, সহ-সভাপতি আব্দুল জলিল, সিরাজুল ইসলাম, আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক সুশান্ত দেব, শ্রমিক কল্যান সম্পাদক মিজানুর রহমান খোকন,সহ-সম্পাদক নুর এ আলম, রফিক আহমদ, সমরেন্দ্র সিংহ, প্রনয় কান্তি ঘোষ, জেলা শ্রমিক লীগের সিনিয়র সদস্য রোস্তম খান, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন খান, জেলা যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আদনান খান হেলাল, পানি উন্নয়ন বোর্ড সিবিএ সিলেট অঞ্চলের সভাপতি মোহাম্মদ রেহান, বিএডিসি সিলেটের সভাপতি দীলীপ কুমার শীল, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সাবেক সভাপতি মোঃ মোফাখখারুল ইসলাম, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি খালেদ আহমদ ছৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সহ-সভাপতি আছকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শানুর আলী, সাংগঠনিক সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল, অর্থ সম্পাদক খলিলুর রহমান, বাংলাদেশ ব্যাংক সিবিএ সিলেট শাখার সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন, কৃষি ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের কার্যকরি সভাপতি আব্দুল বাছিত,জেলা নির্মান শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আকাশ মাহমুদ, জেলা রিক্সা শ্রমিক লীগের সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।
সিলেট মহানগর শ্রমিকলীগ ॥ মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী দিবসে জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার সভাপতি এম শাহরিয়ার কবির সেলিমের নেতৃত্বে বৃহস্পতিবার নগরীর তালতলা থেকে মিছিল সহকারে চৌহাট্টস্থ কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় মহানগর শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট আলতাফ হোসেন, সাদিকুর রহমান সাদিক, আবুল বাশার, মোঃ মাহবুবুল হক, নাজমুল ইসলাম মাসুম, এনামুল হক লিলু, আব্দুল জলিল লেবু, রাসেল উজ্জামান, মির আব্দুল করিম পাখী মিয়া ও হরিলাল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রেজানুর রহমান সেলিম ও ইয়াসিন আহমদ সুমন, সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওবায়দুর রহিম রিজভী, মির্জা আব্দুল হামিদ অভি, শাহ আলম ভূইয়া, কাওছার আহমদ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ জীবন, সহ সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী, সেলিম আহমদ, সুপংকর দাস, রুবেল আহমদ ও পুলক সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিম আহমদ মনোহর, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ওয়ারিছ আলী, সহ মহিলা বিষয়ক সম্পাদক আফিয়া আক্তার উপস্থিত ছিলেন।
সিলেট চেম্বার॥ মহান বিজয় দিবস উপলক্ষে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে একাত্তরের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিলেট চেম্বার নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পনকালে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব, সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদ, পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, মোঃ আতিক হোসেন, ওয়াহিদুজ্জামান চৌধুরী, শমশের জামাল, সিলেট চেম্বারের নবনির্বাচিত পরিচালক জনাব মুজিবুর রহমান মিন্টু, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, সাবেক পরিচালক মোঃ হিফজুর রহমান খান ও সিলেট চেম্বারের সদস্যবৃন্দ।
সিলেট জেলা মহিলা আওয়ামীলীগ ॥ মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার একাত্তরের বীর শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সালমা বাছিত ও জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলার চেয়ারম্যান এবং জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন আহমেদ এর নেতৃত্বে শ্রদ্ধা অর্পনের সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনিন হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এ.জেড. রওশন জেবীন (রুবা), সহ-সাধারণ সম্পাদিকা মাধুরী গুন, সহ-সাংগঠনিক সম্পাদিকা অঞ্জনা সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক সাজেদা পারভীন, ধর্ম বিষয়ক সম্পাদিকা কয়তুননেছা, সদস্য মিলন বেগম, শাহেনা বেগম চৌধুরী, সুষমা সুলতানা রুহি, শেলী দেব, রীনা তালুকদার, সোনিয়া আক্তার, হাসিনা মাহিউদ্দিন, সামসুন্নাহার, নুরুন নাহার মেম্বার, লিপি রানী বনিক প্রমুখ।
সিলেট মহানগর যুবলীগ ॥ মহান বিজয় দিবস ও স্বাধীনতার গৌরবময় ৫০ বছর পূর্তি উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার সকালে একাত্তরের বীর শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মহানগর যুবলীগের নেতৃবন্দ।
সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের নেতৃত্বে যুবলীগের ২৭টি ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মহানগর যুবলীগের বিপুল সংখ্যাক নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
সিলেট মহানগর স্বেচ্ছসেবক লীগ॥ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর শাখার সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সহ সভাপতি মহিবু উস সামাদ রিজভী, জাহাঙ্গীর আলম, সফিকুল ইসলাম সফিক, এম.এ রশিদ, নজরুল ইসলাম রানা শেখ, ইফতে কামরুল হাসান তায়েফ, ডা. রফিকুল হাসান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, বদরুল হোসেন খান কামরান, আব্দুল হাই আল হাদী, মুমিনুর রশিদ সুজন, গোলাম হাসান চৌধুরী সাজন, ওয়ালী উল্লাহ বদরুল, প্রচার সম্পাদক রাজেশ দাশ রাজু, অর্থ সম্পাদক শাহানুর আলম, প্রকাশনা সম্পাদক আতিকুল আম্বিয়া আতিক, সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির আলম, কৃষি বিষয়ক সম্পাদক পারভেজ আহমদ, সহ কৃষি বিষয়ক সম্পাদক ফয়সাল আহমদ তালুকদার, নাট্য বিষয়ক সম্পাদক রুহিন আহমদ, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক শমসের আলী সম্ভু, সহ গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক এডভোকেট শহিদুল হক লাহিন, ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মঞ্জু, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ঝুটন পাল, সদস্য সাইফুল আলম সিদ্দিকী, আবুল কালাম, ৭নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হাসিম, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা মনজুর আহমদ, তিনু আহমদ, হাসিম আহমদ, ১৬নম্বর ওয়ার্ড সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, সহ সভাপতি বরুন বৈদ্য, যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক শিপলু আহমদ, ১০নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজীবুল ইসলাম রাজীব, মারওয়ান আহমদ, সুয়েব আহমদ, ২৪নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিয়াজ আহমদ, আব্দুর শুকুর, দপ্তর সম্পাদক জুয়েল আহমদ, ২২নম্বর ওয়ার্ডের সিদ্দিক আহমদ প্রমুখ।
সিলেট জেলা যুব মহিলা লীগ ॥ মহান বিজয় দিবস ও বিজয়ের গৌরবময় সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিলেট জেলা যুব মহিলা লীগের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
সিলেট জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসমীহ বিনতে স্বর্ণার নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন যুব মহিলা লীগ নেত্রী পলি আক্তার, খাদিজা বেগম, নাছিমা বেগম, রাবিয়া বেগম, লিজা বেগম, শিবলী বেগম, সদর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শিবলী বেগম।
সিলেট জেলা ছাত্রলীগ ॥ মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সিলেট জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার সকাল ১০টায় একাত্তরের বীর শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
সিলেট জেলা ও মহানগর যুবদল : মহান বিজয় দিবস ও স্বাধীনতার গৌরবময় ৫০ বছর পূর্তি উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার সকালে একাত্তরের বীর শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃদ। শ্রদ্ধাঞ্জলি অর্পনকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের আহবায়ক নবীবুর রহমান নজিব, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য এমদাদুল হক স্বপন, জেলা সদস্য রায়হান আহমদ, মহানগর সদস্য মির্জা সম্রাট, জেলা সদস্য মাসুক আহমদ, আমিনুল ইসলাম আমিন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের আওতাধীন ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল এবং মহানগর যুবদলের ২৭টি ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।
সিলেট জেলা ও মহানগর ছাত্রদল ॥ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তানভীর আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মুনিম লস্কর, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকাব্বির চৌধুরী সাকি, মহানগরের যুগ্ম সম্পাদক ছদরুল ইসলাম লোকমান, মোঃ আবদুল্লাহ, আজহার আলী অনিক, জামাল আহমদ, আদিল আহমদ রিমন, সেলিম মিয়া, রফিক আহমদ, সাইদুর রহমান সাইদ, জেলা ও মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, রনি চৌধুরী, এম শাহিন মিয়া, জেলা ও মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মেহেরাজ ভূইয়া পলাশ, মাহবুবুল আলম সৌরভ, শিহাব উদ্দিন, ইমাম হাসান, আকিরুল ইসলাম চৌধুরী জিসান, জুবায়ের আহমদ, আবুল কালাম বাবলা,মদন মোহন কলেজ ছাত্রদলের আহবায়ক মুক্তার আহমদ, ল’কলেজ ছাত্রদলের সভাপতি শাহিন আহমদ, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ হাসান, যুগ্ম সম্পাদক সেলিম আহমদ, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান আবিদ, মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক কাওছার চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান, গন শিক্ষা বিষয়ক সম্পাদক লায়েক আহমদ তথ্য ও গবেষণা সম্পাদক মাইনুল ইসলাম, ল’কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলী হোসেন সুমন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *