খাশোগি হত্যা: সৌদি নাগরিককে গ্রেফতারের পর ছেড়ে দিলো ফ্রান্স

নিউজ ডেস্কঃ সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক সৌদি নাগরিককে গ্রেফতার করেছে ফরাসি কর্তৃপক্ষ। তবে সঠিক ব্যক্তিকে গ্রেফতার না করায় ওই সৌদি নাগরিককে ছেড়ে দিয়েছে তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

বুধবার (৮ ডিসেম্বর) ফরাসি কর্তৃপক্ষ জানায়, তুরস্কের পক্ষ থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানায় থাকা ব্যক্তি ও গ্রেফতারকৃত ব্যক্তি যে এক না, তা জানতে পারার পরই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার খালিদ আল-ওতাইবি নামের পাসপোর্টধারী ওই ব্যক্তিকে প্যারিসের প্রধান বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।

প্যারিসের প্রধান প্রসিকিউটর এক বিবৃতিতে বলেন, গভীরভাবে পরিচয় যাচাইয়ের পর নিশ্চিত হওয়া গেছে যে ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা ছিলো তিনি আসলে গ্রেফতারকৃত ব্যক্তি নন। তাই তাকে মুক্তি দেওয়া হয়েছে।

ওই ব্যক্তির গ্রেফতারের পর ফ্রান্সে অবস্থিত সৌদি দূতাবাস জানায়, ভুল ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

২০১৮ সালের অক্টোবরে সৌদি রাজ পরিবার ও সরকারের কট্টর সমালোচক খাশোগিকে তুরস্কের ইস্তানবুলের সৌদি দূতাবাসে নির্মমভাবে হত্যা করা হয়। তুরস্ক অভিযোগ করে, সৌদি সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশেই ভাড়াটে খুনিদের দ্বারা খুন করা হয় তাকে। এতে করে দুই দেশের সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *