ভারতে ৩ ফুটের ‘ক্ষুদ্র মানব’ পেলেন ড্রাইভিং লাইসেন্স

নিউজ ডেস্কঃ ভারতে প্রথম গাড়ি চালানোর লাইসেন্স পেলেন একজন ‘বামন’। উচ্চতা ৩ ফুট। বয়স ৪২। তার নাম শিবপাল। হায়দরাবাদের বাসিন্দা শিবপালের দীর্ঘদিনের স্বপ্ন ছিল নিজে গাড়ি চালানোর। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়ে গেল।

শরীরের গঠনের জন্য জীবনের এক বড় সময় লোকের হাসির খোরাক হয়েই কেটেছে। তবু হার মানেননি। প্রতিবন্ধকতা জয় করে নজির গড়লেন। নিজে গাড়ি চালানোর পরীক্ষায় পাশ করেছেন। অবশেষে তারই মতো মানুষদের প্রশিক্ষণ দেওয়ার জন্য গাড়ি চালনা শেখানোর স্কুল খুলেছেন তিনি।

শিবপাল বলেন, ‘আগে লোকজন আমাকে নিয়ে ঠাট্টা করত আমার উচ্চতার জন্য। এখন আমি খুশি। অনেকের সঙ্গে রেকর্ড বইয়েও আমার নাম উঠবে। গাড়ি চালনা শেখানোর জন্য আমার মতো অনেকে যোগাযোগও করছেন।’

জীবনসংগ্রামের কথা বলতে গিয়ে শিবপাল বলেন, ‘আমি প্রতিবন্ধী বলে কেউ কাজ দিত না আমায়। পরে এক বন্ধু আমায় একটি বেসরকারি সংস্থায় কাজ দেন। ওখানেই গত ২০ বছর ধরে কাজ করছি। যখনই বউয়ের সঙ্গে বাইরে বেরতাম, লোকে খারাপ কথা বলত আমাদের। ঐ সময় ঠিক করলাম, গাড়ি কিনব। গাড়িতে করেই বউকে নিয়ে বেরবো।’ সূত্র: এএনআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *