দুর্গাপূজা উপলক্ষে বালাগঞ্জে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন দুর্গা পূজা উপলক্ষে বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনের এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর। সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জের ভারপ্রাপ্ত ইউএনও (ফেঞ্চুগঞ্জ ইউএনও) মো. জসিম উদ্দিন।

 

সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর এজিএম মো. আব্দুল বাতেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ.এম. শাহরিয়ার, এ.এস.আই অপু দাস গুপ্ত, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি জুনেদ মিয়া, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. পবিত্র রঞ্জন বণিক, সাধারণ সম্পাদক শান্তিব্রত চৌধুরী, সিলেট জেলা পূজা পরিষদের সদস্য রঙ্গেশ কুমার দাস, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দীন শাহিন প্রমুখ। সভায় পূজাম-পের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চলতি বছর উপজেলায় ৩১টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *