সাংবাদিক-ছড়াকার-সংগঠক আজিজ আহমদ সেলিম’র প্রথম মৃত্যুবার্ষিকীতে নিউইয়র্কে স্মরণ সভা

নিউজ ডেস্কঃ অগ্রসর সমাজে আজিজ আহমদ সেলিম ছিলেন এক কর্মবীর পুরুষ। তাঁর কর্মেই তিনি বেঁচে থাকবেন অনন্তকাল। সমাজের প্রতিটি ভালো কাজে তিনি ছিলেন অগ্রসৈনিক। সাহিত্য-সংস্কৃতি-সাংবাদিকতা ভুবনে আজিজ আহমদ সেলিম ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র।

গত ২৪ অক্টোবর রোববার সন্ধ্যায় নিউইয়র্ক-এর জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা হলে স্বদেশ ফোরাম নিউইয়র্ক -এর আয়োজনে স্বদেশ ফোরাম সিলেট -এর অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক-ছড়াকার-সংগঠক আজিজ আহমদ সেলিম -এর প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে স্মরণ সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

স্বদেশ ফোরাম-এর সভাপতি কবি – বীর মুক্তিযোদ্ধা অবিনাশ চন্দ্রে আচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী’র পরিচালনা ও উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি খিজির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইউএসএ-এর সভাপতি ময়নূল হক চৌধুরী হেলাল ও জালালাবাদ ল’সোসাইটি ইউএসএ-এর সভাপতি এডভোকেট এমাদ উদ্দিন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট শেখ আখতার উল ইসলাম।

আলোচনা ও নিবেদিত লেখা পাঠে অংশ নেনঃ সমাজসেবী লুৎফুর রহমান চৌধুরী হেলাল, এডভোকেট এ এফ এম মুঃ জুবাইর হুসাইন, কবি-গল্পকার শাহিন ইবনে দিলওয়ার, কবি-ডাঃ এইচ এম ফখরুল ইসলাম, কবি আবুল বাশার, কবি ছালাবত জাং,কবি মোহাম্মদ আব্দুল জলিল, শিল্পী আনিস মাষ্টার, মোঃ আকমাম খান, এডভোকেট ফখরউদ্দিন, এডভোকেট সালাউদ্দিন বাবু, কবি কাজী জামান, মোস্তফা আহাম্মদ, আবুল খায়ের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, সৈয়দ সিদ্দিকুল হাসান, মোঃ মিজানুর রহমান, মোঃ আবুল হাসান, কুতুব উদ্দিন প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও সভার শেষে দোয়া পরিচালনা করেন নজরুল হক চৌধুরী। সভাশেষে উপস্থিত সকলকে আপ্যায়িত করা হয়।
উল্লেখ্য, স্বদেশ ফোরাম- এর মুখপত্র “স্বদেশ কন্ঠ “আজিজ আহমদ সেলিম স্মরণ সংখ্যা সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ চৌধুরী এডভোকেট -এর সম্পাদনায় অনলাইন প্রকাশনা বের হয়েছে ১৮ অক্টোবর তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *