সিংহাসন ফিরে পেলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগেই দারুণ এক সুখবর শুনলেন সাকিব আল হাসান। টুর্নামেন্টে ব্যাট ও বল হাতে ভালো করার পুরষ্কারস্বরূপ এই সংস্করণের অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে সিংহাসন পুনরুদ্ধার করেছেন তিনি।

দীর্ঘ ১ বছর ক্রিকেটে ছিলেন না সাকিব। এই সুযোগে তার জায়গা দখল করে নিয়েছিলেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। তবে বেশিদিন টিকিয়ে রাখতে পারলেন না। রাজা আবারও ফিরলেন রাজার বেশেই।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ফর্মে থাকায় দীর্ঘ ৩ বছর পর কুড়ি ওভারের ক্রিকেটে শীর্ষস্থান পেয়েছিলেন সাকিব। কিন্তু নিউজিল্যান্ড সিরিজে আশানুরূপ পারফরম্যান্স না দেখাতে পারায় আবার শীর্ষস্থান হারিয়ে বসেন তিনি।

নতুন প্রকাশিত র‍্যাংকিংয়ে ২৯৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিব। তার চেয়ে অনেকটা পিছিয়ে দুইয়ে থাকা মোহাম্মদ নবির পয়েন্ট ২৭৫। তিনে যুগ্মভাবে আছেন নামিবিয়ার জে জে স্মিত (১৬১ পয়েন্ট) এবং অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল (১৬১ পয়েন্ট)। চার এবং পাঁচে আছেন যথাক্রমে ওমানের জিসান মাকসুদ (১৬০) এবং স্কটল্যান্ডের রিচার্ড বেরিংটন (১৫১)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *