নাম পরিবর্তন করছে ফেসবুক

আইটি ডেস্কঃ নাম পরিবর্তনের পরিকল্পনা করছে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠান ফেসবুক। নিজেদের মেটাভার্স কোম্পানি হিসেবে পুনর্গঠন করতে আগামী সপ্তাহের মধ্যেই এ পরিবর্তনের ঘোষণা আসতে পারে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য ভার্জ।

আগামী ২৮ অক্টোবরে ফেসবুক তার কর্মীদের নিয়ে বাৎসরিক ‘কানেক্ট’ সম্মেলনে এ নিয়ে আলোচনা করবেন বলে ঠিক করেছেন মার্ক জাকারবার্গ। তবে এর আগেই পরিবর্তিত নাম জানা যেতে পারে।

সামাজিক মাধ্যম কোম্পানি থেকে মেটাভার্স কোম্পানিতে রূপান্তরের জন্য ইতোমধ্যে ইউরোপে ১০ হাজার কর্মী নিয়োগ দিয়েছে ফেসবুক। যারা ভার্চ্যুয়াল রিয়েলিটি গ্লাস তৈরি করছে গ্রাহকদের জন্য।

মেটাভার্স হলো ভার্চ্যুয়াল জগৎ। ইন্টারনেটের মাধ্যমে ব্যবহারকারী এ জগতের সঙ্গে যুক্ত হতে পারবেন। এ জগৎ বাস্তবতার সঙ্গে ডিজিটাল সংমিশ্রণ। ভার্চ্যুয়াল রিয়েলিটি অথবা অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে গড়ে ওঠার কারণে এই জগতকে আরও জীবন্ত মনে হবে।

নামি প্রতিষ্ঠান হিসেবে শুধু ফেসবুকই যে তাদের নাম পরিবর্তন করছে তা নয়। এর আগে ২০১৫ সালে গুগল নিজেকে আলফাবেট নামের কোম্পানির আওতায় নিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *