শরীরের তাপ মাপবে এয়ারপডস

আইটি ডেস্কঃ ওয়ারেবল ডিভাইসকে আরও উন্নত করার লক্ষ্যে কাজ করছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটি তাদের ওয়াচে এ পর্যন্ত নানাবিদ স্বাস্থ্য ফিচার এনে চমক দিয়েছে। এবার শ্রবণশক্তি, শরীরের তাপমাত্রা এবং ভঙ্গি পর্যবেক্ষণের মতো স্বাস্থ্য সংক্রান্ত সরঞ্জাম তাদের এয়ারপডগুলোতে রাখার চেষ্টা করছে। অ্যাপল ওয়াচের বাইরে অন্য ডিভাইসগুলোতে স্বাস্থ্য এবং সুস্থতার নানা ফিচার যুক্ত করার ব্যাপারে সংস্থাটি ভাবছে। ২০২২ সালের আগে ফিচারগুলো দেখা যাবে না। সবাই হয়তো পাবেনও না। এ বিষয়ে অ্যাপল কোনো মন্তব্য করতে রাজি হয়নি। যদিও এয়ারপডসে কারিগরি কিছু সমস্যাও রয়েছে। বর্তমানে এয়ারপডস প্রো-তে নয়েজ ক্যান্সেলিং সচল রেখে সাড়ে চার ঘণ্টার বেশি কোনো কিছু শোনা সম্ভব হয় না। কলের ক্ষেত্রে এ সময়সীমা আরও কম, এয়ারপডস প্রো সচল থাকে সাড়ে তিন ঘণ্টা। এত অল্প সময় স্বাস্থ্য পরিধেয়র জন্য আদর্শ নয় বলেই মন্তব্য করেছে বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *