ক্রু’দের হাইহিল ও টাইট পোশাক বাতিল করছে ইউক্রেনের এয়ারলাইন্স

নিউজ ডেস্কঃ সাধারণত বিশ্বের অধিকাংশ এয়ারলাইন্সে নারী কেবিন ক্রু’দের হাইহিল জুতা, টাইট ব্লাউজ এবং পেন্সিল স্কার্টসহ আকর্ষণীয় পোশাক পরিধান করতে হয়। কিন্তু এতে করে নানান সমস্যার সম্মুখীন হন নারীরা। বিশেষ করে দীর্ঘ যাত্রার ক্ষেত্রে হাইহিল জুতা পরে থাকা কষ্টকর। সেটি বিবেচনা করে পোশাকে পরিবর্তন আনছে ইউক্রেনের একটি এয়ারলাইন্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের অন্যতম দামি বিমান পরিষেবা স্কাইআপ এয়ারলাইন্স। তবে এটি ইউরোপের অন্যতম স্বল্প মূল্যের এয়ারলাইন্স। তারা নারী কেবিন ক্রু’দের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাস থেকে এটি কার্যকর হবে। ফলে এখন থেকে তাদের আর হাইহিল জুতা কিংবা টাইট ব্লাউজ এবং পেন্সিল স্কার্ট পরিধান করতে হবে না। আরামদায়ক পোশাক পরতে পারবে।

এয়ারলাইন্সটিতে কর্মরত ২৭ বছর বয়সী দারিয়া সোলোমেনায়া বলেন, আপনার পায়ে ১২ ঘণ্টা হাইহিল, কাইভ থেকে জাঞ্জিবার উড়ে যাওয়া এবং সেখান থেকে ফিরে আসা। পরে আপনার হাটতে কষ্ট হবে। এর মধ্যে আবার চার ঘণ্টা নিরাপত্তা পরীক্ষা ও পরিষ্কার কার্যক্রম করতে হয়।

স্কাইআপ এয়ারলাইন্স তাদের ক্রু’দের নিয়ে একটি সমীক্ষা চালায়। দেখতে পায় যে, নারী কর্মীরা হাইহিল জুতা, টাইট ব্লাউজ এবং পেন্সিল স্কার্ট পরিধান করা নিয়ে বিরক্ত। দারিয়া সোলোমেনায়া অভিযোগ করে বলেন, ‘আমার অনেক সহকর্মী পডোলজিস্টের স্থায়ী ক্লায়েন্ট। হাইহিলের কারণে তাদের পায়ের আঙুল এবং নখ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া ভ্যারিকোজ এবং মাকড়সা শিরা রোগেও ভুগছে।’

সূত্র : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *