আসছে সংক্রমণ প্রতিরোধক পিল

নিউজ ডেস্কঃ

বাজারে প্রচলিত করোনা টিকাগুলোর মধ্যে ফাইজারের টিকাকে সবচেয়ে কার্যকর হিসেবে মনে করছেন গবেষকরা। মার্কিন এই ওষুধ কোম্পানিটি এবার ঘোষণা দিয়েছে, প্রাণঘাতী এই রোগের মুখে খাওয়ার ওষুধও দ্রুত বাজারে আনার কাজ করছে তারা। চলছে বড় আকারের গবেষণা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, এই দৌড়ে ফাইজার একা নয়। মার্কিন ওষুধ কোম্পানি মের্ক অ্যান্ড কো (এমআরকে ডট এন) এবং সুইস ওষুধ কোম্পানি রশে হোল্ডিং এজি (আরওজি ডট এস) ইতিমধ্যে এক্ষেত্রে ফাইজারের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট জানিয়েছে।

মুখে খাওয়ার করোনা ওষুধ গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ইতিমধ্যে একটি ওষুধ প্রস্তুত করা হয়েছে। আপাতত সেই ওষুধের নাম দেওয়া হয়েছে পিএফ-০৭৩২১৩৩২।

তিনি বলেন, প্রস্তুতকৃত এই ওষুধটি ২ হাজার ৬৬০ জন স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা করা হচ্ছে। এই স্বেচ্ছাসেবীরা সবাই ১৮ বা তার অধিক বয়সী। বর্তমানে সেই ট্রায়াল মাঝারি পর্যায় অতিক্রম করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *