কৌতিনহোর জোড়া গোলে শুভসূচনা ব্রাজিলের

কৌতিনহোর জোড়া গোলে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক ব্রাজিল। ইনজুরিতে দল থেকে ছিটকে পড়া নেইমারকে ছাড়া খেলতে নেমে ম্যাচের ৫০ মিনিটে স্পট কিক থেকে কৌতিনহোর গোলে প্রথমবার এগিয়ে যায় ব্রাজিল।

তার তিন মিনিট পরই ফিরমিনোর ক্রসে মাথা ছুঁইয়ে সাও পাওলোর মরুম্বি স্টেডিয়ামের ৪৬ হাজার দর্শককে আবারো আনন্দে ভাসান কৌতিনহো। ৮৫ মিনিটে দাভিদ নেরেসের বদলি হিসেবে খেলতে নামা এভারটনের দুর্দান্ত দুরপাল্লার বাঁকানো শটে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টুর্নামেন্টের আট বারের চ্যাম্পিয়নরা। এর আগে অবশ্য প্রথমার্ধে ঘুম পাড়ানি ফুটবল খেলেছে দুই দলই।

প্রথম কোপা আমেরিকা জয়ের শতবর্ষ উপলক্ষে এদিন ছয় দশকেরও বেশি সময় পর সাদা জার্সি পড়ে মাঠে নেমেছিলেন দানি আলভেসরা।

ঘরের মাঠে এর আগের ৪ বারের প্রতিবারই শিরোপা ঘরে তোলা ব্রাজিলে ১৯৮৯ সালের পর এবারই প্রথম হচ্ছে কোপা আমেরিকা। দক্ষিন আমেরিকার দশ দেশ ছাড়াও অংশ নিচ্ছে কাতার ও জাপান।

স্বাগতিকদের পরবর্তী ম্যাচ ১৯ জুন ভেনেজুয়েলার বিপক্ষে। এদিকে আগামীকাল ভোর ৪ টায় কলম্বিয়ার বিপক্ষে শিরোপা খরা ঘুচানোর মিশনে নামছে আরেক ফেভারিট আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *