মাদ্রিদে মাতৃভাষা দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা

মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্যারাম বোর্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে স্পেনের রাজধানী মাদ্রিদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোরশেদ আলম তাহেরের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি রুবেল সামাদ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বাক্কার, নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিলন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের অর্থ সম্পাদক আবুল হাশেম সদস্য স্বপন মিয়া, আলমগীর হোসেন, জাহিদ মিয়া, জাকির হোসেন, আমির হোসেন প্রমুখ।

 

 

 

সভাপতির বক্তব্যে এনায়েতুল করিম বলেন, খেলাধুলা মানুষের মন এবং শরীরকে ভালো রাখে। পরবাসে প্রত্যেক প্রবাসীর সারাদিন কাজ করতে হয়, তাই তাদের খেলাধুলার সুযোগ কম। তবে আমি মনে করি খেলাধুলায় পেশার উৎকর্ষ সাধন হয়।

 

এবারের ক্যারাম বোর্ড একক ও যৌথ ইভেন্টে অর্ধশতাধিক প্রবাসী অংশগ্রহণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *