রুশ হামলায় ২৬৩ শিশু নিহত

রাশিয়ার আগ্রাসন ও পরবর্তী সংঘাতে ইউক্রেনে এখন পর্যন্ত ২৬৩ শিশু নিহত হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (৭ জুন) আল জাজিরার লাইভ প্রতিবেদন এই তথ্য জানিয়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, হামলায় আরও আহত হয়েছে ৪৬৭ জন শিশু।

ইউক্রেনের যেসব অঞ্চলে বেশি শিশু হতাহত হয়েছে তার মধ্যে রয়েছে দোনেতস্ক অঞ্চলে ১৯০জন, কিয়েভে ১১৬ জন, খারকিভে ১১২ জন, চেরনিহিভে ৬৮ জন, লুহানস্কে ৫৩ জন, খেরসনে ৫২ জন, মিকোলাইভে ৪৭ জন, যাপোরিজিয়ায় ২৯ জন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১০৪ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *