মোস্তাফিজের ফেরা ‘দলের জন্য ভালো’, পারফরম্যান্সের পুরস্কার এনামুলের

এনামুল হক জাতীয় দলে ফিরলেন প্রায় তিন বছর পর। ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ মৌসুমে ১১৩৮ রান করার পরই এনামুলকে আবার ফেরানোর কথা ওঠে। শেষ পর্যন্ত ঠিকই ফিরলেন তিনি। যেটির কারণ হিসেবে মিনহাজুল বললেন, ‘বিজয় (এনামুল) ঘরোয়া ক্রিকেটে অসাধারণ খেলছে। সেটারই পুরস্কার পেল। ঘরোয়া ক্রিকেটের ফর্মটা ধরে রাখতে পারলে আশা করি আমাদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের জন্য ভালো হবে।’

ওয়ানডে ও টি–টোয়েন্টি দুই দলেই আছেন এনামুল। টি–টোয়েন্টি দলে এসেছেন নাঈম শেখের জায়গায়। নাঈমের বাদ পড়ার কারণও বলেছেন মিনহাজুল, ‘টি-টোয়েন্টিতে যেহেতু নাঈমের ফর্মটা ভালো যাচ্ছে না, সে জন্য তাকে রাখা হয়নি। টপ অর্ডারে বিজয়কে তার জায়গায় সুযোগ দেওয়া হয়েছে।’

মোস্তাফিজ-এনামুলের মতো দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। মূলত চোটের কারণেই গত কিছুদিন দলের বাইরে থাকা এই পেস বোলিং অলরাউন্ডার ফিরে আসার তাৎপর্যও ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক, ‘অনেক দিন চোটে ছিল সাইফউদ্দিন। সে এখন ফিরেছে। ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে। এটা আমাদের জন্য ভালো খবর। একজন পেস বোলিং অলরাউন্ডার থাকাটা খুবই জরুরি। এতে দলের ভারসাম্যটা ভালো হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *