
আলিয়ার এ হলিউড ছবির শুটিং কবে শুরু করবেন, তা এখনো জানা যায়নি। তবে গাল গ্যাদত আগেই শুটিং শুরু করে দিয়েছেন। এ হলিউড অভিনেত্রী এক দিন আগে সেট থেকে তাঁর এক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শুটিং শুরু হওয়ার কথা জানিয়েছেন।

আলিয়া অভিনীত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করছে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এ ছবিতে আলিয়া ছাড়া অজয় দেবগণ, বিজয় রাজ, সীমা পাহওয়া, জিম সরাভ, শান্তনু মহেশ্বরীসহ আরও অনেকে আছেন। এদিকে আলিয়া ‘আরআরআর’ ছবির মাধ্যমে দক্ষিণি ছবির জগতে আসতে চলেছেন। এস এস রাজামৌলি পরিচালিত এ ছবিতে জুনিয়র এনটি আর, রাম চরণ, অজয় দেবগণ আছেন। এ ছাড়া তাঁকে ‘ব্রহ্মাস্ত্র’, ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’, ‘জি লে জরা’ ছবিতে দেখা যাবে।
