এক টুইটে জেলেনস্কি বলেন, ‘চলমান আলোচনার অংশ হিসেবে আমি বাইডেনের সঙ্গে আরেকবার আলোচনা করেছি। ইউক্রেনের নিরাপত্তা, অর্থনৈতিক ইস্যু, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে বাইডেনের সঙ্গে আলোচনা হয়েছে।’
আধঘণ্টার ওই আলোচনার বিষয়ে হোয়াইট হাউস বলেছে, ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার ওপর চাপ বাড়াতে পদক্ষেপ নেওয়ার বিষয়ে বাইডেন তাঁর প্রশাসন ও মিত্রদের সঙ্গে কথা বলেছেন। ভিসা ও মাস্টারকার্ড কর্তৃপক্ষ রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত করার বিষয়েও গুরুত্ব দেন বাইডেন।
কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের নেতা মার্কিন আইনপ্রণেতাদের ভিডিও কলে তাঁর দেশে আরও সহযোগিতা করতে আহ্বান জানান। রাশিয়ার তেল আমদানি কালোতালিকাভুক্ত করার জন্যও আহ্বান জানান তিনি।
পশ্চিমা মিত্রদেশগুলো অস্ত্র, গোলাবারুদ ও তহবিল ইউক্রেনে সরবরাহ করছে। রাশিয়ার কয়েকজন ব্যক্তি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ওয়াশিংটন গত সপ্তাহে কিয়েভে ৩৫ কোটি ডলারের সামরিক সরঞ্জাম সরবরাহের অনুমোদন দিয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি সবচেয়ে বড় প্যাকেজ।