ব্যাটিংয়ে টাইগাররা, মুনিম-রাব্বির অভিষেক

নিউজ ডেস্কঃ

বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি আজ। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি মাহমুদ উল্লাহ রিয়াদ।  আজকের ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে ফুরচুন বরিশালের হয়ে বিপিএল মাতানো মুনিম শাহরিয়ারের।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে ইয়াসির আলী চৌধুরী রাব্বিরও।

তবে চোটের কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহীমের। গতকাল নেটে ব্যাটিং করার সময় শরিফুলের বলে ডানহাতে চোট পেয়েছিলেন মুশফিক। এরপর এক্সেরেতে খারাপ কিছু ধরা না পড়লেও চোটের জায়গাটার রঙ বদলে গেছে। তাকে পর্যবেক্ষণে রেখেছে বিসিবির মেডিকেল দল। ৫ মার্চ দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুশফিক খেলতে পারবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল।

এদিকে মুশফিকুর রহীম চোটে পড়ায় গত)কালই বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে আরেক উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে।

আজকের ম্যাচে বাংলাদেশের একাদশ

মুনিম শাহরিয়ার, লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী রাব্বি, আফিফ হোসেন, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শহীদুল ইসলাম ও নাসুম আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *