পোল্যান্ডে পৌঁছালো মার্কিন অস্ত্র, জার্মানিতে সেনাদল

নিউজ ডেস্কঃ ইউক্রেন সীমান্তের কাছে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। দেশটি যেকোনো মুহুর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে বলে পশ্চিমাদের শঙ্কা। এ নিয়ে এককাট্টা পশ্চিমা বিশ্ব। রাশিয়াকে রুখতে এরই মধ্যে পোল্যান্ডে নতুন করে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) থেকে মার্কিন সামরিক সরঞ্জাম পোল্যান্ডে পৌঁছানো শুরু করেছে বলে জানিয়েছে পোলিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পূর্বাঞ্চলীয় বহরকে শক্তিশালী করতেই এই সরঞ্জাম পাঠানো হচ্ছে। সামরিক সরঞ্জামের পাশাপাশি পোল্যান্ডে সেনাও পাঠাবে যুক্তরাষ্ট্র।

পোল্যান্ডে মার্কিন সামরিক সরঞ্জাম পৌঁছানোর খবর দিয়ে টিভিএন২৪ নামের একটি পোলিশ টেলিভিশন চ্যানেল বলেছে, এখন পর্যন্ত ছয়টি মার্কিন উড়োজাহাজ পোল্যান্ডে পৌঁছেছে।

শুক্রবার টেলিভিশন চ্যানেলটির প্রকাশিত তথ্য অনুযায়ী, দুটি মার্কিন উড়োজাহাজ থেকে সামরিক সরঞ্জাম খালাস করতে দেখা গেছে।

এদিকে জার্মানিতেও মার্কিন সেনা পাঠানো শুরু হয়েছে। এরই মধ্যে প্রথম দলটি সেদেশে পৌঁছেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

২ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, রাশিয়াকে সামাল দিতে পূর্ব ইউরোপে প্রায় ৩ হাজার সেনা মোতায়েন করবে দেশটি।

এদিকে ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে রাশিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *