ইউনিভার্সিটি অব প্যারিসে বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ

নিউজ ডেস্কঃ ইউরোপ নয় শুধু সারাবিশ্বে ফ্রান্সের সুনাম অনন্য। প্রাচীন ইতিহাস, সভ্যতা-সংস্কৃতির পীঠস্থান ফ্রান্সের প্যারিস। প্যারিসেরই বিশ্ববিদ্যালয়ে তথা ‘ইউনিভার্সিটি অব প্যারিস’ এ উচ্চশিক্ষার সুযোগ রয়েছে যে কারোরই। বিশ্ববিদ্যালয়টি স্নাতকোত্তর (১ বছর মেয়াদী) প্রোগ্রামে বৃত্তির আবেদন আহ্বান করেছে।

বৃত্তিটি প্যারিস হয় ইউনিভার্সিটি অব প্যারিস এর অধীনে। নির্বাচিত প্রার্থীদের বিনা খরচে পড়াশোনার পাশাপাশি উপবৃত্তিরও সুবিধা আছে।

ইউনিভার্সিটি অব প্যারিস স্কলারশিপে আবেদনের জন্য ভিজিট করতে হবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট https://u-paris.fr/en/. আবেদনের শেষ তারিখ ১ ফেব্রুয়ারি ২০২১। ফলাফল প্রকাশের ১৫ এপ্রিল, ২০২১।

আবেদন করতে যা যা লাগবে:

১. পাসপোর্ট
২. একাডেমিক পেপারস
৩. ২টি রেফারেন্স লেটার
৪. ইউনিভার্সিটি আবেদন ফরম
৫. আইএলটিএস স্কোর অথবা, মিডিয়াম অব ইন্সট্রাকশন এর সনদ
৬. মোটিভেশন লেটার
৭. সিভি/রিজিউম

যেসব সুবিধা রয়েছে:

মূলত এই বৃত্তির জন্য একত্রে অর্থ প্রদান করা হয়ে থাকে, যেমন-

১. বিজ্ঞান অনুষদের জন্য ৮ হাজার ইউরোব বা প্রায় ৮ লাখ টাকা
২. হেলথ ফ্যাকাল্টির জন্য ১০ লাখ ইউরো বা ১০ লাখ ৩০ হাজার টাকা
৩. হিউমেনিটিস এবং সোশ্যাল সায়েন্স অনুষদের জন্য ৮ লাখ ইউরো বা, প্রায় ৮
লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *