বহিষ্কার করলেও দল পরিবর্তন করবো না: তৈমূর

নিউজ ডেস্কঃ দল থেকে বহিষ্কার করলেও দল পরিবর্তন করবেন না বলে জানিয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, বিএনপি আমাকে বহিষ্কার করলেও দল পরিবর্তন করবো না।’ গতকাল বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর মাসদাইর এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

তৈমুর বলেন, ‘সামনের দিনগুলো খালেদা জিয়ার মুক্তি ও ইভিএম-এর বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে চাই। জনগণের অধিকার নিয়েই তিনি রাজনীতি করে যাবো।’

নির্বাচন প্রসঙ্গে তৈমুর বলেন, ‘ইভিএম মেশিনের ত্রুটির কারণে এই ফল হয়েছে। ইভিএম হলো ভোট ডাকাতির বাক্স। যে কারণে ইভিএমকে সমর্থন না করতে দেশের অন্যান্য রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাবো।’

দল থেকে বহিষ্কারের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৈমুর বলেন, ‘আমি মনে করি, রাজনীতি করতে গেলে একটা দল থাকতে হয়। কিন্তু পদ-পদবি দরকার হয় না। তাছাড়া আমার প্রতি দলের এই সিদ্ধান্ত কেউ আমাকে টেলিফোনে বা চিঠিতে জানাননি।’

দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়ে তৈমুর বলেন, ‘আমাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কর্মী থেকে তো বহিষ্কার করা হয়নি। পদ থেকে বহিষ্কার করলেও দলের কর্মী-সমর্থক হিসেবে কাজ করে যাবো।’ তিনি বলেন, ‘অতীতের মতো খেটে খাওয়া মানুষের পাশে থাকবো। তবে অন্য কোনো প্লাটফর্মে  যাবো না।’

তৈমূল আরও বলেন, ‘দলের এই সিদ্ধান্তে কারও প্রতি কোনো ক্ষোভ নেই। জীবনের শেষ দিন পর্যন্ত  খালেদা জিয়ার প্রতি অনুগত থাকবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *