মাশরাফির সমালোচকরা জীবনে কি করেছেন? প্রশ্ন তামিমের

চলতি বিশ্বকাপে বাংলাদেশ শুরুটা ভালো করেছে। কিন্তু নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে পারাজয় আর শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টির কারণে পয়েন্ট হারিয়ে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ দল। টাইগারদের সামনে এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অতি গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামী ১৭ জুন টনটনে নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।

এসবের মাঝেই টাইগার শিবিরে আঘাত হেনেছে ‘সমালোচনা’। আর এই ঝড়ের মূল শিকার হলেন টাইগার ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। এমনকি তাকে একাদশ থেকে বাদ দেওয়ার দাবিও জানিয়ে বসলেন অনেকে। এবার অধিনায়কের হয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

শনিবার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে দলের অধিনায়কের হয়ে সমালোচকদের উদ্দেশে তামিম বলেন, ‘যারা তাকে (মাশরাফি) নিয়ে সমালোচনা করছে বা লিখছে, তারা এসব বলার কিংবা লেখার আগে যদি দুটো মিনিট চিন্তা করে যে কার ব্যাপারে বলছে। তিনি বাংলাদেশের ক্রিকেটের জন্য গত ১৫-১৬ বছর ধরে কি করেছেন।’

মাশরাফির ফিটনেস নিয়ে সমালোচনার জবাবে তামিমের উত্তর, ‘উনি যদি আনফিট হন, তাহলে তো সেটা ১০ বছর ধরেই। তখন আমরা আবেগ থেকে দেখেছি। এখন একটু এদিক-সেদিক হলেই অনেক বড় করে দেখছি। আমরা এমন একজনকে নিয়ে কথা বলছি যার হাত ধরে আমাদের এত দূর আসা। এটা আমাদের দল কিংবা আমার নিজের জন্য প্রযোজ্য। তাকে নিয়ে এসব সমালোচনা খুব অন্যায্য।’

উল্লেখ্য, ইংলিশদের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশের একাদশে মাশরাফির সুযোগ পাওয়াই উচিত নয় বলে মন্তব্য করে বসেন আগারকার। তামিম এই কথারও জবাব দিয়েছেন। নাম উল্লেখ না করেই তামিম বলেন, ‘বিদেশি অনেকে কথা বলছেন শুনেছি। আমার একটা প্রশ্ন, উনারা নিজেদের জীবনে কি করেছেন? আর আমার কাছে বাইরের মানুষের কথা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু দেশের মানুষদের বোঝা উচিত মাশরাফি দেশের জন্য কতোটা করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *