editor

জানুয়ারি ২১, ২০২০

এ বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হতে পারে : জাতিসংঘ

এ বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হতে পারে : জাতিসংঘ

গত বছরের তুলনায় এ বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হতে পারে। চলতি ২০২০ অর্থবছরের বাংলাদেশের মোট জাতীয় উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে ৭ দশমিক ৮ শতাংশ, গত বছর যা ছিল ৮ দশমিক ১০ শতাংশ। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জাতিসংঘ।

 

বৈশ্বিক অর্থনীতির সর্বশেষ অবস্থা নিয়ে সম্প্রতি ‘বিশ্ব অর্থনীতির পরিস্থিতি এবং সম্ভাবনা-২০২০’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। তাতে বলা হচ্ছে, ২০২০ সালে জিডিপি প্রবৃদ্ধি কম হলেও দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে সর্বোচ্চ। প্রতিবছর জাতিসংঘ এই প্রতিবেদন প্রকাশ করে।

 

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি গড়ে গোটা বিশ্বে জিডিপি প্রবৃদ্ধির চেয়ে দ্রুতগতিতে কমছে। ২০১৮ সালে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশ হলেও ২০১৯ সালে তা ছিল ৩ দশমিক ৩ শতাংশ। তবে এ সত্ত্বেও বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ ও নেপালের প্রবৃদ্ধি ছিল শক্তিশালী অবস্থানে। এ বছর বাংলাদেশের চেয়ে প্রবৃদ্ধি কম হবে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের। চলতি বছরে দেশ দুটির প্রবৃদ্ধি হবে যথাক্রমে ৬ দশমিক ৬ শতাংশ এবং ২ দশমিক ১০ শতাংশ। তবে শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে জাতিসংঘ বলেছে, গত বছরের তুলনায় বাংলাদেশের প্রবৃদ্ধি কম হওয়া ছাড়াও এ বছর দেশটিতে উচ্চমাত্রায় মুদ্রাস্ফীতি হতে পারে।

 

 

 

জাতিসংঘের ‘বিশ্ব অর্থনীতির পরিস্থিতি এবং সম্ভাবনা-২০২০’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য দ্বন্দ্বের কারণে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প অনেকটা সম্প্রসারিত হয়েছে। যা ২০১৯ সালে বাংলাদেশকে ৮ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করে।’

 

এ ছাড়া চলতি বছরে বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে ৫ দশমিক ৯০ শতাংশ হারে, গত বছর যা ছিল ৫ দশমিক ১০। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশের উন্নতির বিষয়টির উল্লেখ করে বলা হয়েছে, স্বল্পোন্নত যেসব দেশ অন্তত ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারবে না তারা এসডিজির লক্ষ্যমাত্রা থেকে ছিটকে পড়বে। প্রতিবেদনে জানানো হয়েছে, মাত্র ১৫টি দেশ এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে কাক্সিক্ষত জিডিপি অর্জন করতে পারছে। দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, বেনিন, কম্বোডিয়া, ইথিওপিয়া, রুয়ান্ডা, সেনেগাল ও দক্ষিণ সুদান। এসডিজি বাস্তবায়নে ১৭টি লক্ষ্য অর্জন করার পথে রয়েছে এসব দেশ।

 

বাণিজ্য বিরোধের কারণে ২০১৯ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি কমে হয় এক দশকের মধ্যে সর্বনিম্ন ২ দশমিক ৩ শতাংশ হয়। এ বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে জাতিসংঘ বলছে, যদি বিরোধ কমে তাহলে ২০২০ সালে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২ দশমিক ৫ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

জাতিসংঘের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের নির্ধারিত ৬৪ দেশের মধ্যে একমাত্র বাংলাদেশেই প্রতি ঘণ্টায় পুরুষদের চেয়ে নারীরা বেশি আয় করেন। আর মাসিক আয়ের ক্ষেত্রেও এই ব্যবধান অত্যন্ত কম। দেশে পুরুষদের চেয়ে নারীদের মাসিক আয় মাত্র ২ দশমিক ২ শতাংশ কম।


আর্কাইভ

January 2020
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Facebook

সর্বশেষ সংবাদ

আজ শ্রীশ্রী লক্ষ্মীপূজা

আজ শ্রীশ্রী লক্ষ্মীপূজা

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপূজা আজ বুধবার। শারদীয় দুর্গোৎসব চলাকালে এবং পূজা শেষে দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ, মন্দির ও বাসাবাড়িতে চলমান সাম্প্রদায়িক

ন্যাটোতে রাশিয়ার মিশন স্থগিত হচ্ছে

ন্যাটোতে রাশিয়ার মিশন স্থগিত হচ্ছে

নিউজ ডেস্কঃ  পশ্চিমা দেশগুলোর সামরিক জোট হিসেবে পরিচিত ন্যাটোতে থাকা নিজেদের স্থায়ী মিশন স্থগিত করছে রাশিয়া। জোটটি থেকে আট রুশ

দশ হাজার কর্মী নেবে ফেসবুক

দশ হাজার কর্মী নেবে ফেসবুক

আইটি ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়নে আগামী পাঁচ বছরে ১০ হাজার চাকরি সৃষ্টির পরিকল্পনা করেছে ফেসবুক। ‘মেটাভার্স’ নির্মাণ চেষ্টার অংশ হিসাবে ওই

নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষা বিষয়ে মামুন’স টিউটোরিয়ালের পেরেন্ট-টিচার কনফারেন্স: পরীক্ষার জন্য শিক্ষার্থীদের ব্যাপক প্রস্তুতির বিকল্প নেই

নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষা বিষয়ে মামুন’স টিউটোরিয়ালের পেরেন্ট-টিচার কনফারেন্স: পরীক্ষার জন্য শিক্ষার্থীদের ব্যাপক প্রস্তুতির বিকল্প নেই

নিউজ ডেস্কঃ নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষা বিষয়ে মামুন’স টিউটোরিয়ালের পেরেন্ট-টিচার কনফারেন্স গত ৯ অক্টোবর শনিবার টিউটোরিয়ারের ব্রঙ্কস শাখায় অনুষ্ঠিত

বার্মিংহামের আকাশ রেঁস্তোরার স্বত্বাধিকারীর সাথে কমিউনিটি ব্যক্তিত্বদের সৌজন্য সাক্ষাত

বার্মিংহামের আকাশ রেঁস্তোরার স্বত্বাধিকারীর সাথে কমিউনিটি ব্যক্তিত্বদের সৌজন্য সাক্ষাত

বিশেষ সংবাদদাতা : সম্প্রতি রয়েল লেমিংটন স্পায়ের পাপড়িকা ক্লাব রেস্তোরা কারি লাইফ আয়োজিত প্রতিযোগীতায় ‘বেস্ট রেস্টুরেন্ট অব দা ইয়ার’ এ্যাওয়ার্ড

টাইগারদের আজ জিততেই হবে

টাইগারদের আজ জিততেই হবে

স্পোর্টস ডেস্কঃ টিকে থাকার লড়াইয়ে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ওমান পাথর আর পলিমাটিতে মিশ খায় না। পাহাড়ে লড়তে হয় পাথরের মতো

হৃতিকের জন্য অভিনয় ছাড়তেও রাজি ছিলেন কারিনা!

হৃতিকের জন্য অভিনয় ছাড়তেও রাজি ছিলেন কারিনা!

বিনোদন ডেস্কঃ হৃতিক রোশন এবং কারিনা কাপুর খান দুইজনেই বলিউডের জনপ্রিয় তারকা। এক সময়ে এই দুইজনের সম্পর্ক নিয়ে নিয়মিতই চর্চা

বাংলাদেশে হিন্দু নির্যাতন ডেপুটি হাইকমিশনারের সঙ্গে দেখা করে উদ্বেগ জানালেন শুভেন্দু

বাংলাদেশে হিন্দু নির্যাতন ডেপুটি হাইকমিশনারের সঙ্গে দেখা করে উদ্বেগ জানালেন শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসানের সঙ্গে বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনায় কলকাতার বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার