নিউজ ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে (ক্যাপিটল বিল্ডিং) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বইছে। এবার রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস যুক্তরাষ্ট্রকে গণতন্ত্র সুরক্ষিত রাখা এবং সহিংসতা পরিহার করে চলার আহ্বান জানিয়েছেন।
ভ্যাটিকান সিটিতে রবিবারের ভাষণে পোপ বলেন, “দেশের কর্তৃপক্ষ এবং জনগণের কাছে আমার আবেদন, পরিস্থিতি শান্ত করতে দায়িত্ববোধের বিষয়টি মাথায় রাখুন; জাতীয় সম্প্রীতি গড়ে তুলুন এবং যুক্তরাষ্ট্রের সমাজে প্রোথিত গণতান্ত্রিক মূল্যবোধকে রক্ষা করুন।”
গত ৬ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়ে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে তাণ্ডব চালায়। বিশ্বকে স্তব্ধ করে দেওয়া ওই হামলায় এক পুলিশসহ পাঁচ জন নিহত হন।
পোপ বলেন, “আমি আবার বলছি, সহিংসতা সবসময়ই আত্ম-বিধ্বংসী। সহিংসতা দিয়ে কিছুই অর্জন করা যায় না; অনেক বেশি কিছু হারাতে হয়।”
পোপ বহুদিন পর এ নিয়ে দ্বিতীয়বার ওয়াশিংটনের সহিংসতা নিয়ে মুখ খুললেন।
Leave a Reply