নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির কুইন্স বরোতে বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকায় নতুন সুপার মার্কেটের উদ্বোধন করা হয়েছে। ‘হিলসাইড ফার্মার্স মার্কেট’র নামের সুবিশাল সুপার মার্কেটটি গত ২৯ নভেম্বর শুক্রবার বাদ জুম্মা উদ্বোধন করা হয়। খবর ইউএনএ’র।
১৭৯-০১ হিলসাইড এভিনিউ ঠিকানায় প্রতিষ্ঠিত সুপার মার্কেটটির উদ্বোধন উপলক্ষ্যে ঐদিন এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ দোয়া পরিচালনা এবং ফিতা কেটে এর উদ্বোধন করেন স্থানীয় মসজিদ মিশন-এর ইমাম (হাজী ক্যাম্প মসজিদ) মওলানা মঞ্জুরুল করীম। এসময় ‘হিলসাইড ফার্মার্স মার্কেট’র মূল ব্যবস্থাপক রায়হান পারভেজ সহ অন্যান্য কর্মকর্তা ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল।
রায়হান পারভেজ জানান, স্থানীয় ত্রেতাদের কথা বিবেচনা করে সুলভমূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রির মাধ্যমে সেবা দানই আমাদের মূল লক্ষ্য। তিনি বলেন, মূলত: এই মার্কেটটি একটি ‘ওয়ান স্টপ’ মার্কেট। হালাল মাংস সহ চাল, ডাল, শাক-সবজি থেকে শুরু করে প্রতিদিনের প্রয়োজনীয় সব কিছুই এই সুপার মার্কেটে পাওয়া যাবে। এর প্রসারে তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
Leave a Reply